সৈকতের ঝাউবন থেকে ১১৭ বস্তা প্লাষ্টিক বর্জ্য অপসারণ

কক্সবাজার সমুদ্র সৈকতের পাশে গড়ে উঠা ঝাউবন থেকে ১১৭ বস্তা প্লাষ্টিক বর্জ্য অপসারণ করা হয়েছে। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে ‘ইউথ কনজারবেশন করপস (ওয়াইসিসি) আয়োজিত পরিচ্ছন্নতার অংশ হিসাবে এসব বর্জ্য অপসারণ করা হয়।

শুক্রবার সকাল ১০ টা থেকে দিনব্যাপী পরিবেশ সচেতনতামুলক আয়োজনের অংশ হিসাবে ১২০ জন যুবক উক্ত পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেয়। সকালে সৈকতের কবিতা চত্বর থেকে শুরু করে শৈবাল বিচ পর্যন্ত পরিস্কার করা হয়। অনুষ্ঠানটি উদ্বোধন করেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আবু সুফিয়ান। এসময় কক্সবাজার সরকারি কলেজের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এম আনোয়ারুল হক ও ট্যুরিস্ট পুলিশের কর্মকর্তা, স্থানীয় উন্নয়ন সংস্থা ইপসা, এআইট এবং গ্রিণ সেভার্স’র প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
ওয়াইসিসি’র ফিল্ড কো-অর্ডিনেটর রাকিম কিশোর জানান, ‘আন্তর্জাতিক যুব দিবসে সকালে সমুদ্র সৈকতের কবিতা চত্বর থেকে শৈবাল পয়েন্টের ঝাউবাগানে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। এতে ১১৭ বস্তা প্লাষ্টিক বর্জ্য অপসারণ করা হয়। পরে বিকালে কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্ট থেকে কলাতলী মোড় পর্যন্ত র‌্যালী ও স্বাক্ষরতা অভিযান শুরু হয়।

উল্লেখ্য, ‘ইউএস ফরেস্ট সার্ভিস’ এবং ‘ইউএসএআইডি’ যৌথ উদ্যোগে কক্সবাজার ও বান্দরবানের তরুণ-তরুণীদের নিয়ে কাজ করছে। গত তিন বছর ধরে স্থানীয় উন্নয়ন সংস্থা ইপসা, এআইট এবং গ্রিণ সেভার্স এর সহযোহিতায় প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সহ কারিগরি দক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষণ প্রদান করছে। সাধারণত ১৮-২৪ বছর বয়সী সুবিধা বঞ্চিত এবং পড়াশোনা বঞ্চিত তরুণ-তরুণী প্রশিক্ষণে অংশ গ্রহণের সুযোগ রয়েছে।

Source: Ekushey Television

A PHP Error was encountered

Severity: Core Warning

Message: Module 'curl' already loaded

Filename: Unknown

Line Number: 0

Backtrace: