খুবিতে আন্তর্জাতিক বন দিবস পালন

খুবিতে আন্তর্জাতিক বন দিবস পালনখবর বিজ্ঞপ্তি : ২১ মার্চ আন্তর্জাতিক বন দিবস। বন সংরক্ষণের অঙ্গীকার, টেকসই উৎপাদন ও ব্যবহার প্রতিপাদ্য নিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি ও উড টেকনোলজি ডিসিপ্লিন এ দিবসটি পালন করে। বিশ্বব্যাপী বনের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে ২০১২ সাল থেকে দিবসটি পালিত হচ্ছে। এ বছরের প্রতিপাদ্য বিষয়টি বনজ প্রাকৃতিক সম্পদের টেকসই উৎপাদন ও যথাযথ ব্যবহারের উপর গুরুত্বারোপ করেছে।


প্রধান অতিথির বক্তব্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোসাম্মাৎ হোসনে আরা বলেন, আজকে এতগুলো শিক্ষার্থী একই রকম সবুজ পোশাক পরিহিত ভাবে বসে আছে মনে হচ্ছে আজকে আমরা যেন মনের মধ্যে বসে আছি। যেমন করে সকল গাছ একসঙ্গে আমাদেরকে তাদের অক্সিজেন দিয়ে, তাদের কাঠ দিয়ে, তাদের পাতা দিয়ে আমাদের বাঁচিয়ে রাখে। তেমনি ভাবে আমরা একতাবদ্ধভাবে গাছকে বাঁচিয়ে রাখবো।
গাছ আমাদের বেঁচে থাকার জন্য হার্ট স্বরূপ। গাছকে ভালোবাসা প্রকৃতিকে ভালোবাসা এবং প্রকৃতিকে উপলব্ধি করা মানব জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে আছে। গাছ আমাদের প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা করছে। আজকের এই ইন্টারন্যাশনাল ডে অফ ফরেস্টে যেন আমাদের এই অঙ্গীকার হয় আমরা সবাই মিলে গাছকে রক্ষা করবো, গাছ রোপণ করবো এবং তার পরিচর্যা করবো।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের জীব বিজ্ঞান স্কুলের ডিন অধ্যাপক খান গোলাম কুদ্দুস; খুলনা সার্কেল বন সংরক্ষক জনাব মিহির কুমার দো এবং ইউএস ফরেস্ট সার্ভিস কর্তৃক বাস্তবায়িত কম্পাস প্রোগ্রামের হিউমান রিসোর্সেস এন্ড এডমিনিস্ট্রেটিভ ম্যানেজার মোসাম্মাৎ শারমিন খানম। অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি ও উড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মোঃ গোলাম রাক্কিবু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন একই ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক ড. মোঃ ওয়াসিউল ইসলাম। অনুষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করেন উক্ত ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক ড. মোঃ ইফতেখার শামস।

Source: The Daily Probaha