বিএফআরআই-ইউএস ফরেস্ট সার্ভিস সমঝোতা স্বাক্ষর
গত ৯ ডিসেম্বর বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) এবং ইউএস ফরেস্ট সার্ভিস-ইন্টারন্যাশনাল প্রোগ্রাম এর মাঝে বিএফআরআই চট্টগ্রাম মিলনায়তনে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারকটি বিনিময় করেন বিএফআরআই-এর পরিচালক ড. রফিকুল হায়দার এবং কম্পাস প্রোগ্রামের প্রোজেক্ট লিড ড. আবু মোস্তফা কামাল উদ্দিন।
এসময় উভয় পক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হওয়ায় বিএফআরআই এর নতুন নিয়োগপ্রাপ্ত গবেষণা কর্মকর্তাগণসহ গবেষকদের কারিগরি সক্ষমতা বৃদ্ধি পাবে। উভয় প্রতিষ্ঠানের মধ্যে বন বিষয়ক যৌথ গবেষণাসহ বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক ওয়ার্কশপ, কনফারেন্স, সেমিনার আয়োজন ও অংশগ্রহণে সহযোগিতা বৃদ্ধি পাবে। উক্ত সমঝোতা স্মারক বন ও পরিবেশ রক্ষায় যৌথ গবেষণার মাধ্যমে বাংলাদেশের বনজ সম্পদের উৎপাদন বৃদ্ধি এবং জীববৈচিত্র্য সংরক্ষণে সহায়ক ভূমিকা পালন করবে।
Source : Daily Purbodesh
Source: Daily Kaljoyi