কক্সবাজারে বিশ্ব পরিবেশ দিবস পালন করলো ইয়ুথ কনজার্ভেশন কর্পস
“মাননীয় প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিতে দেশবাসীকে এগিয়ে আসতে হবে বৃক্ষরোপণ কর্মসূচী সফল করতে। আর কক্স’স বাজার ও বান্দরবানের সাধারণ মানুষকে এই কর্মসূচীতে সম্পৃক্ত হতে উদ্বুদ্ধ করতে প্রত্যক্ষ ভূমিকা রাখতে পারে YCC এর প্রশিক্ষণার্থীরা”। ইউএসএইডের কম্প্যাস প্রোগ্রামের Youth Conservation Corps (YCC) আয়োজিত বিশ্ব পরিবেশ দিবস ২০২৩ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন বাংলাদেশ বন বিভাগের উপপ্রধান বন সংরক্ষক ডঃ জগলুল হোসেন।
YCC এর প্রাক্তন বর্তমান প্রায় ১৬০ জন প্রশিক্ষণার্থী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মোঃ সারওয়ার আলম, পরিবেশ অধিদপ্তরের ডেপুটি ডিরেক্টর মোহাম্মদ হাফিজুর রহমান, ইউএসএইড বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজমেন্ট স্পেশ্যালিস্ট আশরাফুল হক এবং ইউএস ফরেস্ট সার্ভিস ইন্টারন্যাশনাল প্রোগ্রামসের এশিয়া প্যাসিফিক প্রোগ্রাম ম্যানেজার জাস্টিন গ্রিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কম্প্যাস প্রোগ্রামের প্রধান আবু মোস্তফা কামাল উদ্দিন পিএইচডি।
অনুষ্ঠানে YCC প্রোগ্রামের প্রাক্তন প্রশিক্ষণার্থীরা প্রকৃতি ও বন রক্ষায় বর্তমানে তারা কমিউনিটিতে যেসব সচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছে তার সারসংক্ষেপ অতিথিদের সামনের তুলে ধরেন। অতিথিরা তাদের বক্তব্যে বলেন, কমিউনিটিতে যুবা নেতৃত্বে পরিচালিত এই সব সচেতনতামূলক কার্যক্রম পরিবেশ ও প্রতিবেশ সংরক্ষণে দীর্ঘমেয়াদী উপকার বয়ে আনবে।
কমিউনিটিতে পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় যুব প্রশিক্ষণার্থীদের এওয়ার্ড প্রদান করা হয়। এর আগে, দিনব্যাপী কর্মশালায় ১২টি প্রাথমিক বিদ্যালয়ে পরিচালিত সচেতনতামূলক কার্যক্রম বিষয়ক কর্মশালায় অংশগ্রহণ করে YCC এর প্রাক্তন প্রশিক্ষণার্থী ও ইয়ুথ নেটওয়ার্কের সদস্যরা।
উল্লেখ্য, US Forest Service এবং USAID এর যৌথ উদ্যোগে পরিচালিত কমিউনিটি পার্টনারশিপ টু স্ট্রেনদেন সাসটেইনেবল ডেভেলপমেন্ট (Compass) প্রকল্পের আওতায় YCC কক্সবাজার এবং বান্দরবানের তরুণ-তরুণীদের নিয়ে কাজ করছে। গত তিন বছর ধরে YCC স্থানীয় সংস্থা ইপসা, AIT Cox’s Bazar, তাজিংডং, গ্রিণ সেভার্স, এবং ব্র্যাক ইউনিভার্সিটির সহযোগিতায় প্রাকৃতিক সম্পদ সংরক্ষণসহ কারিগরি দক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষণ প্রদান করছে। সাধারণত ১৮-২৪ বছর বয়সী সুবিধাবঞ্চিত এবং পড়াশোনাবঞ্চিত তরুণ-তরুণী YCC’র এই প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ পায়। “সবাই মিলে করি পণ, বন্ধ করি প্লাস্টিক দুষণ” প্রতিপাদ্যকে সামনে রেখে ইউএসএইডের কম্প্যাস প্রোগ্রাম এবারের পরিবেশ দিবস পালন করে।
Source: 1 News